হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, আন্তর্জাতিক বিষয়ে ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতার উপদেষ্টা ড. আলী আকবর বেলায়াতি এক বিশেষ সাক্ষাৎকারে বলেছেন, বিশ্ব এখন একমুখী ব্যবস্থা থেকে বহু-মুখী ও ন্যায়ভিত্তিক ব্যবস্থার দিকে অগ্রসর হচ্ছে, এবং বিশ্বে আমেরিকার একচেটিয়া দখলদারি ও প্রভুত্বের যুগ সমাপ্ত হয়েছে।
তিনি আমেরিকার সাম্প্রতিক নীতিগুলোর প্রসঙ্গে বলেন, আজ শুধু মধ্যপ্রাচ্যেই নয়, বরং লাতিন আমেরিকা ও পূর্ব এশিয়াতেও আমেরিকার উপস্থিতির বৈধতা নিয়ে প্রশ্ন উঠছে।
ড. আলী আকবর বেলায়াতি আরও বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান প্রতিরোধ ফ্রন্টের মূল কেন্দ্র হিসেবে সিয়োনবাদ ও আমেরিকার বিরোধিতায় দাঁড়ানো দেশগুলোকে সমর্থন করছে এবং সেই লক্ষ্যে নিজের প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
তিনি আরও যোগ করেন, পশ্চিমা দেশগুলোর—বিশেষ করে আমেরিকা ও ব্রিটেনের—এই অভিযোগ যে ইরান অঞ্চলীয় দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে, তা বাস্তবতার সম্পূর্ণ পরিপন্থী।
আপনার কমেন্ট